নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব ৯ সিলেটের জকিগঞ্জ উপজেলায় প্রায় আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
র্যাব ৯ ইসলামপুর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৗণে ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার দেওয়ানচক গ্রামে অভিযান চালায়। এ সময় ২ হাজার ৪১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও গঙ্গাজল এলাকার মৃত আব্দুন নূরের ছেলে কমরুল হককে (৪৮) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কমরুল হক ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলামত সহ সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply