জকিগঞ্জ প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি ও ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিসের (র) প্রথম ইন্তেকাল বার্ষিক উপলক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি সিলেটের জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামে তার বাড়ির পাশে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
এই মাহফিল সফলের লক্ষ্যে বুধবার বিকেলে রারাই গ্রামে আল হাবীব ফাউন্ডেশন মিলনায়তনে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল্লামা মুহাদ্দিস ছাহেবের (র) বড় ছেলে লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল আউয়াল হেলাল।
এ সময় তিনি আসন্ন ঈসালে সওয়াব মাহফিল সফলের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে জানান, ইতোমধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সিলেট জুড়ে প্রচার প্রচারণা করা হয়েছে।
আরও জানান, মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করবেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। এছাড়া বাংলাদেশ, ভারত ও মিশর থেকে প্রখ্যাত উলামা মাশায়েখগণ অংশগ্রহণ করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্মসাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম মামুন, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সিলেট মিরর প্রতিনিধি ওমর ফারুক, সংবাদকর্মী জুবায়ের আহমদ, আহসান হাবিব লায়েক, আইমান আহমদ, জামাল আহমদ, সুমন আহমদ প্রমুখ।
Leave a Reply