জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা সমবায় সমিতি লিমিটেড ‘করোনা’ পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে।
প্রতিদিন সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।
সোনার বাংলা সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি জাফরুল ইসলাম জানিয়েছেন, প্রতি পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু দেওয়া হচ্ছে। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে নগদ ২০ হাজার টাকা। হটলাইন ০১৭৮৫৮৩৪১৯৩ তে অসহায় কেউ যোগাযোগ করলে তার বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাহতাব জানান, সাধ্য অনুযায়ী তারা এই বিপর্যয় চলাকালীন অসহায় মানুষকে সহযোগিতা দিয়ে যাবেন।
Leave a Reply