জকিগঞ্জ প্রতিনিধি : হাফিজ আহমদ মজুমদার প্রতিষ্ঠিত জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের আইসিটি ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার এই ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনের সাংসদ বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নিয়াজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির জেলা সহ সভাপতি বশির উদ্দিন লস্কর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, কৃষিবিদ একেএম ফজলে মুনিম, সহকারী অধ্যাপক হরিপদ দত্ত, সহকারী অধ্যাপক শিপ্রা রায়, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, কলেজ শিক্ষার্থী সানিয়া বেগম, জাকিয়া আক্তার, ফারজানা বেগম ও ইফা জাহান মনি। পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক খালেদ মহিউদ্দিন আজাদ।
Leave a Reply