জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযানে ১০ হাজার ৩২০ পিস ইয়াবাসহ তিন জনকে পুলিশ আটক করেছে।
শুক্রবার রাতে এই আটককৃতরা হলো, খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেহান উদ্দিন (৩৩) একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল আজাদ (৩৫) ও দক্ষিণ ভূঁইয়ারমুরা গ্রামের আব্দুস ছালামের ছেলে বাবুল আহমদ (২৯)।
জকিগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেওলা-জকিগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সামনে কালিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে রেহান উদ্দিনের নিকট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ ইয়াবা বহনকারী রেহান উদ্দিন ও অটোচালক বাবুল আহমদকে আটক করে।
অপর অভিযানে উপজেলার কাপনাগ্রাম থেকে ৩২০ পিস ইয়াবাসহ আব্দুল আজাদকে আটক করা হয়।
উদ্ধার করা ইয়াবার মূল্য ৪০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply