জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী (৪৮) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাবার পথে তিনি ইন্তেকাল করেন।
ইউনুস আলী স্ত্রী ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রয়েছেন। তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বিরশ্রী ইউনিয়নের পরপর তিন বারের নির্বাচিত জনপ্রিয় সদস্য ছিলেন। সর্বশেষ চলতি বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
শুক্রবার দুপুর ২টায় আকাকল্যাণ মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
ইউনুস আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো আকরাম আলী, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরী, বিরশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাবেক সভাপতি এম এ মালেক চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাংবাদিক আল মামুন, অপূর্ব পাল, রিপন আহমদ, মোর্শেদ আলম লস্কর, আল হাছিব তাপাদার, ওমর ফারুক, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বিভাকর দেশমূখ্য, পূজা উদযাপন পরিষদ সভাপতি রাশ বিহারী বিশ্বাস, সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ, শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল, উপজেলা পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক সমিতির সভাপতি আব্দুল আহাদ।
Leave a Reply