জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও জকিগঞ্জ এসোসিয়েশন, সিলেটের সভাপতি আফতাব হোসেন চৌধুরী কয়েছ আর নেই।
মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
গত ২ সেপ্টেম্বর থেকে ডায়োবেটিসসহ বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত হয়ে আফতাব হোসেন চৌধুরী সেখানে চিকিৎিসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
আফতাব হোসেন চৌধুরী বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তিসনদ ছয়দফার পক্ষে এত বেশি সক্রিয় ছিলেন যে, শেষপর্যন্ত তিনি ‘ছয়দফার আফতাব’ নামে পরিচিতি লাভ করেন।
বাদ এশা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দরগা কবরস্থানে আফতাব হোসেন চৌধুরীকে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply