জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের গ্যাসকূপে ‘সৌভাগ্য শিখা’ প্রজ্জ্বলনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্স সফল হয়েছে। এর মধ্য দিয়ে দেশে আরেকটি গ্যাসক্ষেত্র প্রাপ্তির উজ্জ্বল সম্ভাবনা দেখা দিলো।
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ‘সৌভাগ্য শিখা’ নামে পরিচিত ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি। এই কূপে চার স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে সীমান্তিক এ উপজেলার আনন্দপুর দেশের ২৮তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের বেশি। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে প্রথমস্তরে। তবে মোট চার স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাপেক্স। নতুন এই গ্যাসক্ষেত্র থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র ও ৪৬ কিলোমিটার দূরে কৈলাশটিলা (গোলাপগঞ্জ) গ্যাসক্ষেত্র অবস্থিত।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানিয়েছেন, ভালো কিছু আশা করছি। তবে পকেটও থাকতে পারে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সম্প্রতি একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আনিসুর রহমান জানিয়েছিলেন, ‘আমরা নতুন একটি গ্যাসক্ষেত্রে সফল হতে চলেছি। সেখানে কুপের চাপ ৬০ হাজার পিএসআই। পরীক্ষা চলছে। আমাদের জন্য দারুণ সুখবর হতে পারে। আশা করছি, খুব শিগগির ভালো খবর দিতে পারবো।’
বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ। আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এরমধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন হয়ে গেছে। অর্থাৎ প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ। দেশে দৈনিক কমবেশি ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে।
Leave a Reply