জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নে এফআইভিবি সূচনা প্রকল্পের পুষ্টি কর্মসূচির অভিজ্ঞতা ও সমাপনী সভা সোমবার ইউনিয়ন পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে ও সূচনার কর্মী নজরুল ইসলামের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা রুপম শর্মা, স্বাস্থ্যকর্মী কুদরত উল্ল্যাহ, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল মুনিম জামাল, বুরহান উদ্দিন, কনিকা রানী রায়, সূচনা প্রকল্পের সুবিধাভোগী এবাদুর রহমান, রাজিয়া বেগম, প্রকল্পের উপজেলা সমন্বয়ক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একটি উন্নত জাতি গঠনে পুষ্টির ভূমিকা অপরিসীম। স্বাস্থ্যবান ও মেধাবী প্রজন্ম গঠনে পরিমিত পুষ্টি গ্রহণ আবশ্যক। সূচনা প্রকল্প তৃণমূল পর্যায়ে হতদরিদ্র মানুষকে পুষ্টিকর খাবার উৎপাদন ও ব্যবহারে সচেতন করতে কাজ করে যাচ্ছে।
Leave a Reply