সিলেটের ঐতিহ্যবাহী ছড়া সংগঠন ছড়া পরিষদ সিলেটের ৪৯৭তম ছড়া পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে দৈনিক সিলেট বাণী কার্যালয়ে অনুষ্ঠিত ছড়া পাঠের আসরে সভাপতিত্ব করেন ছড়া পরিষদ সিলেটের সহ সভাপতি অজিত রায় ভজন। লেখাপাঠে অংশ নেন, জয়নাল আবেদীন জুয়েল, আব্দুস সাদেক লিপন, রিপন আহমদ ফরিদী, কামরুল আলম, গাজী সাদিকুল হক, মিজান মোহাম্মদ, মো নূরুর ইসলাম, ওবায়দুল মুন্সি ও মোয়াজ বিন এনাম।
Leave a Reply