নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছড়ামঞ্চ সিলেট আয়োজিত ছড়ালেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এ উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, খেলাঘর জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙ্গালী ও যুক্তরাজ্যের ওল্ডহাম আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান শাহীন। সভাপতিত্ব করেন ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী।
Leave a Reply