মহান বিজয়ের মাস উপলক্ষে ছড়ামঞ্চ সিলেটের উদ্যোগে ‘ছন্দিত বিজয়ে নন্দিত ছড়া’ পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে স্বরচিত এই ছড়া পাঠের আসরের আয়োজন করা হয়।
এতে অতিথি ছিলেন, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ। সভাপতিত্ব করেন, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল। সাধারণ সম্পাদক বাদশা গাজীর পরিচালনায় ছড়া পাঠ করেন, নবীন-প্রবীণ ছড়াশিল্পীরা। এছাড়া ছড়া নিয়ে আলোচনাও করা হয়।
ছড়া পাঠের আসর শেষে মহানগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় ‘নৌকা’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply