প্রগতিশীল কবি, ছড়াকার ও সংগঠক গোবিন্দ পালের দশম মৃত্যুবার্ষিকী সিলেটে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার রাতে মহানগরীর জিন্দাবাজারে পারমিতা সিলেটের উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়।
ছড়াকার অজিত রায় ভজনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লেখক সজল সরকার, সৈয়দ মুক্তদা হামিদ, ফটো সাংবাদিক নাজমুল কবির পাবেল, দেবব্রত রায় দীপন, গোবিন্দ পালের ভাইবোন কুমার গণেশ পাল, মালতি পাল, তুলসী পাল ও বিপ্লব পাল। সঞ্চালনায় ছিলেন, কবি ধ্রæব গৌতম।
Leave a Reply