ছোটপর্দার এক ঝাঁক তারকা শিল্পী নিয়ে মকবুল হোসেন পাইক নির্মাণ করলেন টেলিছবি ‘ভালোবাসার আয়কর’। আয়কর বিভাগের এক কর্মকর্তার আশা আকাঙ্ক্ষা নিয়ে ছবিটি নির্মিত হয়েছে।
টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, দীপা খন্দকার, নওশীন, মাজনুন মিজান, হাসান ফেরদৌস জুয়েল, দিলু খান, আফরোজা হোসেন ও লিটন অধিকারী সহ একদল মঞ্চকর্মী।
পরিচালক মকবুল হোসেন পাইক জানান, ‘একটি ব্যতিক্রমী গল্প নিয়ে এ কাজটি করা। সবাই সবার জায়গা থেকে খুব ভালো অভিনয় করেছেন। চেষ্টা করেছি পুরো টিম নিয়ে একটি গুণগত মানের কাজ উপহার দিতে। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’
Leave a Reply