নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির নবাগত কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত কোন পুলিশ সদস্য এসএমপিতে থাকতে পারবেনা। অভিযোগ পাওয়া মাত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার দুপুরে মহানগরীর নাইয়রপুল পয়েন্টে এসএমপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, এসএমপি নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই মহানগরীতে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।
তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকরা যানজট, মোটরসাইকেল চুরি, ছিনতাই, ফুটপাত দখল, প্রকাশ্যে ধূমপান ইত্যাদি সহ নগরবাসীর নানা সমস্যা তুলে ধরেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন এবং উপ পুলিশ কমিশনার রেজাউল করিমও এ সময় বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন উপ কমিশনার ফয়সল মাহমুদ, বাসুদেব বণিক ও সহকারী উপ কমিশনার জেদান অাল মুসা
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আল-আজাদ, ইকরামুল কবির, শাহ দিদার আলম নবেল, শফিকুর রহমান চৌধুরী, সমরেন্দ্র বিশ্বাস সমর, খালেদ আহমদ, ওয়েছ খছরু, মঞ্জুর আহমদ, সৈয়দ সুজাত আলী, কবির আহমদ, ইউসুফ আলী প্রমুখ।
Leave a Reply