সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমদ চৌধুরীর অনুসারী ছাত্রলীগ কর্মী মুকিত আহমদ তন্ময় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
মুকিত আহমদ তন্ময় মঙ্গলবার জরুরি কাজ শেষে বন্দর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা নিয়ে বাসায় যাবার পথে মেজরটিলায় একটি হোটেলে চা খাওয়ার সময় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় কয়েক জন লোক তাক ডেকে বাইরে নিয়ে তার টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে। এতে তিনি বাধা দিয়ে ছুরির আঘাতে গুরুতর আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হ্সাপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply