যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন ছানু মিয়ার মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাংসদ পঙ্কজ দেবনাথ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদের। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপদেষ্টামণ্ডলীর সভাপতি সামসুদ্দিন খান, সহ সভাপতি শাহ আজিজুর রহমান, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক আখতার হোসেন ভূঁইয়া মিরণ, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, ছানু মিয়ার মা, স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফয়েজ খান তৌহিদ, মোসাদ্দেক কামালী, আহবাব মিয়া ও এনামুল হক। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝলক পাল।
Leave a Reply