জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা ওয়ালি উল্লাহ আরমান বলেছেন, ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জমিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্র জীবনের শিক্ষা, মেধা ও আদর্শকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর একটি অভিজাত হোটেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ, মহানগর শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের আহবায়ক হাফিজ শাব্বির রাজির সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজ খলিলুল্লাহ ও জাফর ইকবালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আহবায়ক তোফায়েল গাজালী, সদস্য সচিব এম বেলাল আহমদ চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজ মাওলানা আহমদ ছগির, মাওলানা আবু বকর সরকার, মাওলানা রফিক আহমদ মহল্লী, মুশতাক আহমদ ফুরকানী, মুফতি জাকারিয়া মাহমুদ, আব্দুল ওয়াদুদ মওদুদ, ঢাকা মহানগর ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।
Leave a Reply