সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এনাম আহমদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের শহর সংসদের সভাপতি দূর্যোধন দাস দুর্জয়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি রইসুজ্জামান, জেলা সভাপতি তারেক চৌধুরী, কলেজ সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার, সহ সভাপতি আসাদ মণি ও সাংগঠনিক সম্পাদক আল আমীন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৌতম দাসকে সভাপতি, সজীব পালকে সাধারণ সম্পাদক ও আদনান হাবিব রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply