নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে এমসি কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা ছাত্রাবাসের প্রথম, চতুর্থ ও পঞ্চম ব্লকের কমপক্ষে ৫০টি কক্ষ ভাংচুর করে।
এসময় আবাসিক শিক্ষার্থীদের ল্যাপটপ সহ অন্যান্য মালামাল লুট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা টিলাগড়-আম্বরখানা সড়ক অবরোধ করেন।
এম সি কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাসে ভাংচুরের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে।
Leave a Reply