কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ৬ দফা দাবিতে সোমবার সিলেটে অনলাইন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
দাবি-দাওয়ার মধ্যে রয়েছে, ‘করোনা’ মহামারীর ফলে এবছর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রবেতন ও ফি মওকুফ, অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা করে এককালীন বৃত্তি প্রদান, ছাত্র ও বেকারদের মেস ও বাড়িভাড়া পরিশোধে রাষ্ট্রীয় বরাদ্দ, শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহযোগিতা, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং বিনামূল্যে ‘করোনা’ আক্রান্ত রোগীর চিকিৎসা।
কর্মসূচিতে সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, প্রাক্তন সভাপতি রেজাউর রহমান রানা, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশাত কর সানী, এমসি কলেজ শাখার নেতা সুমিত কান্তি দাস পিনাক, মদনমোহন কলেজ শাখার সংগঠক সাকিব রানা, মঞ্জুর রহমান রিপন, দোয়েল রায় ও সুরাইয়া পারভিন আঁখি সহ অনেকে অংশ গ্রহণ করেন।
Leave a Reply