সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলায় কারাগারে আটক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, সিলেট মহানগর যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও জেলা যুগ্ম সম্পাদক ওলীউর রহমান ওলীর নিঃশর্ত মুক্তির দাবি।
এক যৌথ বিবৃতিতে বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ এ দাবি জানিয়ে বলেছেন, ‘অবৈধ বাকশালী’ সরকার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতেই নিবেদিত প্রাণ জিয়ার সৈনিকদের ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করছে; কিন্তু সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবেনা। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে জিয়ার সৈনিকরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেই।
Leave a Reply