সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে মো আব্দুল হাসিম জাকারিয়া পদত্যাগ করেছেন।
সংবাদ মাধ্যমে পাঠানো এক পত্রে তিনি জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন থেকে মদন মোহন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এ দায়িত্ব পালন কালে তিনি সরকারি দলের বিভিন্ন হুমকি, ধামকি, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার শিকার হন। তবু ছাত্রদলের রাজনীতি ছাড়েননি; কিন্তু সদ্য ঘোষিত জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেখে তিনি হতাশ ও মর্মাহত। এই কমিটিতে ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন না করে সিনিয়রিটি-জুনিয়রিটি মানা হয়নি। তাই তিনি পদত্যাগ করেছেন।
মো আব্দুল হাসিম জাকারিয়া অবিলম্বে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী, মাঠপর্যায় ও নিয়মিত ছাত্রদের দিয়ে নতুন কমিটি ঘোষণার আহবান জানান।
Leave a Reply