সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল তিনতলা এই ভবনের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।
পরে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি প্রধান হিসেবে বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব ও জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ও পুলিশ সুপার বরকতুল্লাহ খান।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশব্যাপী যে উন্নয়ন করছে তা বিগত কোন সরকারের পক্ষেই সম্ভব ছিল না। এই উন্নয়নের ধারবাহিকতা সমুন্নত রাখতে শেখ হাসিনার সরকার ও মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’র বিকল্প নেই।
Leave a Reply