র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সদর কোম্পানি , সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দিনগত রাতে সুনামগঞ্জের ছাতক থেকে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।
জ্যেষ্ঠ এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলার পশ্চিম মানিকপুর গ্রাম থেকে আব্দুস সামাদ (পিতা চাঁন মিয়া, গ্রাম মানিকপুর, উপজেলা ছাতক, সুনামগঞ্জ) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আব্দুস সামাদ ২৮ নভেম্বর সকাল ১০টায় ফাহমিদা আক্তার মুন্নি নামের এক কিশোরীকে অপহরণ করে বলে অভিযোগ রয়েছে। ঐ কিশোরীকেও, উদ্ধার করে তার পরিবারের নিকট ফেরত দেয়া হয়। অন্যদিকে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply