সুনামগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জের সোনারগাঁ এলাকার একটি রিসোর্টে হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক আটক হওয়ার খবরে বিক্ষুব্ধ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সুনামগঞ্জের ছাতক থানায় হামলা চালিয়ে ৫ পুলিশ সদস্যকে আহত করেছেন।
শনিবার রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর আগে উপজেলা সদরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিক্ষোভ মিছিল থেকে থানায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আহত হন পুলিশ সদস্য, রাকিব উদ্দিন, সাইদুল ইসলাম, দিলশাদ মিয়া, রবিউল আলম ও সুবল দাস। আহতরা ছাতক উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, কয়েকশ লোক হঠাৎ করে থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৪০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে হয়। এছাড়া হামলায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
ছাতকে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার মো মিজানুর রহমান রাতেই ছাতক থানা পরিদর্শন করেন।
Leave a Reply