সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ২ মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ৪ জন নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল মিয়া,(২৭), সিলেট সদর উপজেলার টুকেরবাজার শেখপাড়ার ছুুরাব মিয়ার ছেলে তায়েব আহমদ (৩৫), ওসমানীনগর উপজেরার গোয়ালাবাজার এলাকার ফয়জুল হকের ছেলে তারেক আহমদ (২৭) ও একই এলাকার শাহজাহান মিয়া (৩২)। তার পিতার নাম জানা যায়নি।
আহত হয়েছেন ছাতক উপজেলার দশঘর গ্রামের হাবিবুর রহমানের ছেলে কার চালক মাছুম আহমদ (২৮)। আশংঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ছাতকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেট কার যোগে ৪ যুবক সিলেটের টুকেরবাজারে আসছিলেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply