সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় সামাজিক সংগঠন আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৭০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে বর্ণমালা বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে এই ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, জেদ্দা ইয়ং স্টার সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ।
সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান সুহান। পরিচালনায় ছিলেন, সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শাওন।
Leave a Reply