সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সোমবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যাকেটবন্দি চাল, ডাল, আলু, চিড়া ও খাবার স্যালাইন বিতরণ করেন, সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন, ছাতক থানার ওসি (তদন্ত) আবদুল আউয়াল, সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ উপপরিদর্শক আবদুল জলিল, উপপরিদর্শক আমির হোসেন সোহেল, এএসআই রতন, এএসআই তৌহিদ ও মজিবুর, কনস্টেবল সাইফুল, রাজিব, রাকিব, ইমরান ও মিস্টার, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা, মোশাহিদ আলী ও আরিফুর রহমান মানিক, ইউপি সদস্য নুরুল হক, এলাকাবাসী লিয়াকত আলী, শাহিনুর রহমান, রিয়াজ আলী, রজব আলী ও আবদুল হান্নান।
খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেন, ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের প্রতিটি জেলাই বিপর্যস্ত। তাই আইজিপির নির্দেশনা ও অতিরিক্ত আইজিপির (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) তত্ত্বাবধানে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের জন্য এভাবে খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
সরকারের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply