সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-সুরমা কোম্পানিতে শ্রমিকদের ব্যক্তিগত ইনস্যুরেন্স গ্রুপ বীমা, বার্ষিক বেতন সরকারি আইন অনুযায়ী বৃদ্ধি এবং বার্ষিক ও উৎসব ছুটি কার্যকর সহ ১৫ দফা দাবি বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নোয়ারাই বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
ছাতক উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনুল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সুনামগঞ্জ জেলা সভাপতি সেলিম আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, উপজেলা সভাপতি আবু বক্কর রাজা ও ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সম্পাদক আব্দুল কদ্দুছ।
বক্তারা শ্রমিকদের এসব ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য লাফার্জ হোলসিম কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
Leave a Reply