সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলার পলাতক আসামি সালেহ আহমদের বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে ছাতক থানা পুলিশ উপজেলার বাতিরকান্দি গ্রামে সালেহ আহমদের বাড়ির মালামাল ক্রোক করে।
এর আগে ৩রা অক্টোবর সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সালেহ আহমদের মালামাল ক্রোকের নির্দেশ দেন।
সালেহ আহমদ শিশু ইমনকে অপহরণ ও খুনের ঘটনার পরই পলাতক রয়েছে। পুলিশ ঘটনার পর ৭ আসামির মধ্যে সালেহ আহমদ ছাড়া ৬ জনকে গ্রেফতার করে।
এই আসামিরা হচ্ছেন জামায়াতে ইসলামী নেতা সুয়েবুর রহমান সুজন, বাচ্চু, জায়েদ, রফিক, কাহার ও নূরুল আমিন। এর মধ্যে বাচ্চু, কাহার ও নূরুল আমিন জামিনে রয়েছেন। অপর ৩ জন কারাগারে আছেন।
ছাতক থানার এসআই সুহেল জানান, আদালতের নির্দেশে সালেহ আহমদের বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে।
Leave a Reply