সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে একটি বালি বোঝাই নৌকা ডুবে এক শ্রমিক মারা গেছেন।
তার নাম রাজু মিয়া (১৭)। তিনি পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার রাজনগর গ্রামের আশরাফ আলীর ছেলে। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজু মিয়া নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বালি বোঝাই নৌকাটি সুরমা নদীতে নোঙ্গর করা ছিল। এ অবস্থায় ডুবে যায়।
খবর পেয়ে পুলিশ ও আশেপাশের লোকজন ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
ছাতক থানার ভারপাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান আতিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply