সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সানি সরকার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১টায় ছাতক পয়েন্টে সচেতন ছাতকবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মায়ের একমাত্র পুত্র সন্তানকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আন্দোলন চলবে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এসময় বক্তব্য রাখেন, সানি সরকারের বোন প্রিয়া সরকার, পঙ্কজ চৌধুরী, বাবুল রায় ও সাব্বির আহমেদ।
Leave a Reply