সাংস্কৃতিক প্রতিবেদক : নতুন প্রজন্মের জনপ্রিয় বাউলশিল্পী পাগল হাসান নামে খ্যাত মতিউর রহমান হাসান (৩৫) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল (৫ বৈশাখ) সকাল ৭টার দিকে সুনামগঞ্জের ছাতকে সুরমা সেতুতে ছাতকগামীমুখী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান। এ সময় আরও এক যাত্রী মারা যান। এছাড়া তিন জন আহত হন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
পাগল হাসান ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের দিলশাদ মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করেন।
আহতরা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply