নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর শিশু মোস্তাফিজুর রহমান ইমন হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ হয়েছে।
বুধবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
পিপি কিশোর কুমার কর জানান, মৃত্যুদণ্ডের সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের সালেহ আহমদ এখনো পলাতক। অপর ৩ জনের মধ্যে একই গ্রামের রফিক ও জায়েদ এবং ব্রাহ্মণ জুলিয়া গ্রামের সুজন বর্তমানে কারাগারে রয়েছে।
আইনজীবী হিসেবে বাদিপক্ষে ছিলেন, এ কে এম শিবলী ও এ কে এম শামিউল আলম। আসামিপক্ষে ছিলেন, শহিদুজ্জামান চৌধুরী।
ইমনের বাবা জহুর আলী রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকর করার দাবি জানান।
উল্লেখ্য, উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ইমনকে ২০১৫ সালের ২৭ মার্চ অপহরণ করে মুক্তিপণ চায় অপহরণকারীরা; কিন্তু তা না পেয়ে শিশুটিকে হত্যা করে।
Leave a Reply