সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযোদ্ধা লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সন্তান সাবিরুল ইসলাম এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উল্লাহ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান বকুল, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকলাকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তোতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল হক ও কালারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওদুদ আলম।
পরে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply