সুুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় কওমি ও ফুলতলী সমর্থকদের মধ্যে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, ১ জন নিখোঁজ ও পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন।
সোমবার দুপুরে ছাতক উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকায় ৪ ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
সংঘর্ষে গুরুতর আহত ফুলতলীর সমর্থক আব্দুল বাতেন বাবুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বাগবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে। এছাড়া মো রুবেল মিয়া নামের একজন নিখোঁজ রয়েছেন। তিনি গনেশপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।
গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Leave a Reply