সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, রবিবার বিকেলে মসজিদের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামের শামীম আহমদ ও মনির উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের সময় ১০-১২ রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েস্তা মিয়া জানিয়েছেন।
ছাতক থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Leave a Reply