সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপুর ইউনিয়নের চাউলি হাওর ও ফাটার হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস দেয়া হয়েছে।
সোমবার রাতে সিংচাপুর ইউনিয়ন পরিষদ শাহাব উদ্দিন মোহাম্মদ শায়েল আহমদের নেতৃত্বে তিন শতাধিক কৃষক জেলা শহরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্করের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে গেলে তিনি এ আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবী আশক আলী, আব্দুস সালাম, আশকর আলী, লুৎফুর রহমান, ইউপি সদস্য আব্দুল জলিল ও সফিকা বেগম।
তারা অভিযোগ করেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় তাদের বোরো ফসল অকাল বন্যায় তলিয়ে যায়। এ বছর সরকার ৫৭ লাখ টাকা বরাদ্দ দিলেও এখনো বাঁধের নির্মাণ কাজ শুরু হয়নি।
Leave a Reply