সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানায়, সোমবার ভোরে ছাতক থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা আগেই গ্রেফতার হওয়া ডাকাত লক্ষন্দরকে সাথে নিয়ে বোকারভাঙ্গা এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার ১০/১২ জন সহযোগী পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করে। এ সময় লক্ষন্দর পালিয়ে যায়। এদিকে আত্মরক্ষার্থে পুলিশও গুলিবর্ষণ শুরু করে। ডাকাতদলের গুলিতে ৫ পুলিশ সদস্য আহত হন।
এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে কিছু দূরে ডাকাত লক্ষন্দরের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লক্ষন্দর ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর হবিবপুর গ্রামের কলমদর আলীর ছেলে। সে ১২টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়ে লক্ষন্দরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply