সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বখাটে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৩ মে সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে পুত্র আব্দুর রশিদ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা আব্দুস শহিদ মিয়াকে কাঠের রুল দিয়ে পিটিয়ে আহত করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা মারা যান। এ ব্যাপারে মা নূরুন নেছা বাদি হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার রায়ে আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, এপিপি সৈয়দ জিয়াউল ইসলাম। আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন। পিপি শামছুন্নাহার বেগম শাহানা দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply