ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে শারদীয় দুর্গোৎসব নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা কমিটির সাথে মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশিনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ড খালেদ কনক, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ওসি আতিকুর রহমান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পিডিবির সহকারী প্রকৌশলী বাকী বিল্লাহ, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর কমিটির সভাপতি মহন্ত রায় ও অধ্যাপক হরিদাস রায়।
মতবিনিময় সভায় আজান ও নামাজের সময় সব ধরনের বাদ্যযন্ত্র বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল প্রত্যক পূজা কমিটিকে ৫ হাজার করে প্রদানের ঘোষণা দেন।
Leave a Reply