সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে পুর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, এলাকার কুড়ি বিলের জায়গা দখলকে কেন্দ্র করে গ্রামের আরশ আলী ও জাফরুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে জাউয়া বাজারে দুই পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশকে ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়।
সংঘর্ষে আহত হয়ে কৈতক হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া ১৬ জনকে পুলিশ আটক করে।
Leave a Reply