‘করোনা’ সংক্রমণ জনিত কারণে এবার ভাটি এলাকায় বোরোধান কাটার ক্ষেত্রে তীব্র শ্রমিক সংকট চলছে। সুনামগঞ্জের ছাতক উপজেলায় এ সংকট উত্তরণে সহযোগিতার হাত প্রসারিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল। এই পুলিশ কর্মকর্তার অনুপ্রেরণায় বিভিন্ন কারখানার শ্রমিকরা ধান কাটতে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে অকাল বন্যার হাত সোনার ফসল রক্ষায় বিকল্প শ্রমিক মাঠে নামিয়েই দায়িত্ব শেষ করেননি ওসি মোস্তফা কামাল। নিজেও কাস্তে হাতে ক্ষেতে নেমেছেন। ফলে কৃষকসমাজ যথাসময়ে ফসল ঘরে তোলায় আশাবাদী হয়ে উঠেছে।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, সময়মতো ধান কাটতে না পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই ‘করোনা’র বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ধান কাটার বিকল্প শ্রমিক জোগাড় করেছি। এতে বেকার হয়ে যাওয়া শ্রমিকদেরও কর্মসংস্থান হলো।
এবার ছাতকে ১৪ হাজার ৬২২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
Leave a Reply