সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এলাকাবাসী সমাবেশ করেছেন।
সোমবার দুপুরে লাকেশ্বরবাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হারিছ আলীর সভাপতিত্বে ও সাজলুজ্জামান দুদুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী, ইউপি সদস্য নোয়াব আলী, আলা মিয়া ও মাস্টার আমির আলী।
বক্তারা বলেন, গত ১৫ জুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গয়াছ আহমদ, এলাকার মুরব্বি ও অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ থেকে লাকেশ্বর বাজার পর্যন্ত ৩০ টাকা, খিদ্রা পর্যন্ত ২৫ টাকা ও গোপালনগর পর্যন্ত ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়; কিন্তু অটোচালকরা তা না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কেউ প্রতিবাদ করলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়-এমনি মারপিটের হুমকি দেওয়া হয়।
Leave a Reply