সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার হাডাটিলা এলাকায় ট্রলি চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (১২)। সে পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারফিন নগর গ্রামের আফিজ আলীর ছেলে এবং হাডাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার সকাল সাড়ে ১১টায় জাহাঙ্গীর আলম ছাতক উপজেলার হাডাটিলা এলাকায় পাথর তোলার কাজে নিয়োজিত তার বাবা ও ভাইদের জন্যে খাবার নিয়ে যাবার পথে ইঞ্জিন চালিত ট্রলির চাপায় গুরুতর আহত হয়। ছাতক উপজেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান আতিক জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply