সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের পালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে ছাতক উপজেলা হাসপাতালে এবং ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পালপুর গ্রামের মো আবুল হোসেন ও নূর মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
Leave a Reply