সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জের ছাতক উপজেলায় ধলাই নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
সোমবার বিকেলে ছাতক বালু শ্রমিক সমিতি ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে শহরের থানা পয়েন্টের সামনে এ মানববন্ধন করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সহ সভাপতি শোয়েব আহমদ, উপদেষ্টা হানিফ আলী, রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ,ছাতক সুরমা নৌকাচালক সমবায় সমিতিরি সভাপতি মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদ আহমদ।
বক্তারা অভিযোগ করেন, এভাবে বালু উত্তোলনের ফলে কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে। এছাড়া প্রায় ১৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
Leave a Reply