সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট গোবিন্দগঞ্জ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
পরে গোবিন্দগঞ্জ ব্রিজ একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখলাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের সিভিল সার্জন আশোতোস দাস, গোবিন্দগঞ্জ ব্রিজ একাডেমির প্রতিষ্ঠাতা আয়ুব করম আলী, অতিরক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শফিউল আলম ও উপজেলা ভাইস চেয়াম্যান আবু শাহাদাত লাহিন।
Leave a Reply