হবিগঞ্জ প্রতিনিধি : কর্মচারী ছাঁটাইয়ের প্রতিবাদে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মচারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার সকালে আন্দোলনের তৃতীয় দিনে কাজে যোগ না দিয়ে মিটার রিডার ও ম্যাসেঞ্জার সহ কর্মচারীরা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকরা জানান, আন্দোলন করায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে।
আন্দোলনরত কর্মচারীরা জানান, বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতিতে বিআরইবি বেআইনিভাবে কর্মচারী ছাঁটাই করছে। অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও ছাঁটাইয়ের শিকার হয়েছেন। ইতোমধ্যে সারা দেশে ৩ হাজার কর্মচারী ছাঁটাই করা হয়েছে।
তারা অবিলম্বে কর্মচারী ছাঁটাই বন্ধ ও কাজের চাপ কমানোর দাবি জানান।
শনিবারের মধ্যে তাদের দাবি মেনে না নিলে তারা লাগাতায় কর্মবিরতি পালনের ঘোষণা দেবেন।
Leave a Reply